পুবের কলম প্রতিবেদকঃপিএসজির কোচ হিসেবে অভিষেক হয়ে গেল আর্জেন্টিনার মাউরিসিও পচেত্তিনোর। যদিও পিএসজি হয়ে তাঁর পথচলা স্মরণীয় হল না।পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে সেন্ট এতিয়েনের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে পিএসজি।লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও সেন্ট এতিয়েন। নিজেদের মাঠে ম্যাচের ১৯তম মিনিটেই রোমেইন হামাওমার গোলে এগিয়ে যায় সেন্ট এতিয়েন। যদিও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এতিয়েন। মার্কো ভেরাত্তির পাস থেকে ৪২তম মিনিটে পিএসজিকে সমতায় ফেরান মইস কিন।বিরতির পর আক্রমণ –প্রতি আক্রমণে খেলা হলেও গোলের দেখা পায়নি কোনো দলই। আর তাতে ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই ড্রয়ে ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিঁও।
একটি মন্তব্য পোস্ট করুন