দেবশ্রী মজুমদার, শান্তি নিকেতন, ১০ জানুয়ারি: বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশনের রদের দাবিতে সম্মিলিত লিখিত প্রতিবাদে সরব হলেন দেশের নামী দামি প্রতিষ্ঠানের শিক্ষাবিদরা। সেই তালিকায় আছেন কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর, জওহরলাল বিশ্ববিদ্যালয় এমনকি দেশের বাইরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষাবিদ থেকে ছাত্র ছাত্রীরা এব্যাপারে প্রতিবাদে মুখর হন। তাঁরা একযোগে ঘটনার নিন্দা করে বলেন, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য্য বিশ্বভারতীতে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তার কারণে অনৈতিকভাবে তাঁকে সাসপেনশন নোটিশ ধরানো হয়। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তর্জাতিক প্রতিষ্ঠানে মতামত প্রকাশের স্বাধীনতা হরণ করা যায় না। অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে এই সাসপেনশন তুলে নেওয়া হোক।
অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি যেরকম অনৈতিকভাবে সাসপেন্ড করছে তার বিরুদ্ধে সোচ্চার হলেন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের ৫৬১ জন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবি। প্রতিবাদে তাঁরা একযোগে বিবৃতি জারি করে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তাঁরা অধ্যাপকের এই অনৈতিক সাসপেনশনকে ধিক্কার জানান।
একটি মন্তব্য পোস্ট করুন