এস জে আব্বাস,পূর্ব বর্ধমান :পূর্ব বর্ধমানে জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিকের অফিসে বুধবার কলকাতা থেকে কোভিড ভ্যাকসিন এসে পৌঁছেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. প্রণব রায় জানান, আগামী ১৬ জানুয়ারী থেকে ১৩টি কেন্দ্রে এই টীকাদান পর্ব শুরু হবে এবং ধাপে ধাপে তা মোট ৩৯টি কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে ।
তিনি আরও জানান, বর্ধমান পুরসভার পৌর স্বাস্থ্যকেন্দ্র, বর্ধমান মেডিকেল কলেজের পিপিই ইউনিট এবং কমিউনিটি মেডিসিন বিভাগ, কালনা ও কাটোয়া মহকুমা হাসপাতাল, ভাতার হাসপাতাল, মন্তেশ্বর, পুরশা, আদড়াহাটি, মেমারী গ্রামীণ হাসপাতাল, গলসীর রামজীবনপুর, কেতুগ্রাম, এবং পূর্বস্থলী ব্লক স্বাস্থ্যকেন্দ্র গুলিতে প্রথম দফায় টীকা পর্ব শুরু হবে। আগামী দু-একদিনের মধ্যেই এই টীকা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, প্রথম দফায় ৩১ হাজার ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে এই কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন