পুবের কলম ওয়েব ডেস্কঃ২০২১ সালের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। এক টুইট বার্তায় তিনি জানান, ক্রিকেট থেকে কিছুদিন নিজেকে বাইরে রাখতে চান। তবে সেই সময় আইপিএলের অন্য কোনো দলের হয়েও তিনি খেলবেন না।নিজের টুইটার অ্যাকাউন্টে স্টেইন লেখেন, ‘একটি ছোট বার্তার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এবছর আইপিএলে আমি থাকছি না। এমনকি অন্য কোনো দলের হয়ে খেলার পরিকল্পনাও আমি করছি না। এসময় আমি ক্রিকেট থেকে কিছুটা আলাদা থাকতে চাই। এ ব্যাপারটা বোঝার জন্য আরসিবিকে ধন্যবাদ। না আমি অবসরে যাচ্ছি না। ’ অন্য একটি টুইটে স্টেইন নিশ্চিত করেন তিনি অন্য লিগে খেলবেন। তিনি বলেন, 'আমি অন্য লিগগুলোতে খেলবো। আমি অবসরে যাচ্ছি না। ২০২১ দুর্দান্ত কাটবে বলে আশাকরি। ’
একটি মন্তব্য পোস্ট করুন