পুবের কলম ওয়েব ডেস্কঃ সসি ইস্টবেঙ্গল ফুটবলার ড্যানি ফক্সের নিষেধাজ্ঞা তুলে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। তার আগেই ফক্সের নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্টবেঙ্গলের কাছে স্বস্তির খবর। প্রসঙ্গত গোয়ার বিরুদ্ধে ম্যাচে একটি ঘটনায় লাল কার্ড দেখিয়ে ফক্সকে বের করে দেন রেফারি। সঙ্গে কোচ ফাওলারকেও। এসসি ইস্টবেঙ্গল ফুটবলাররা প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ক্লাব পাশে দাঁড়ায় ফক্স ও ফাওলারের। আইসএলের তরফ থেকে ম্যাচের ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তাতে দেখা যায় ফক্স ইচ্ছে করে কোনও ফাউল করেননি। তাই তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফেডারেশন। তবে কোচের প্রতিক্রিয়ায় বিরক্ত রেফারি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত বলবৎ থাকছে। অর্থাৎ শনিবারের ম্যাচে ফাওলারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।
একটি মন্তব্য পোস্ট করুন