পুবের কলম প্রতিবেদকঃ আগের থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটাই ভালো আছেন।চিকিৎসকদের থেকে কিছুটা স্বস্তির খবর পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা। তারই ভিত্তিতে ডোনা বললেন, 'এখন ভালো আছেন ‘দাদা।'
সোমবার সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রাতেও ভালো ঘুম হয়েছে তাঁর। রিপোর্ট সন্তোষজনক বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি মঙ্গলবার তাঁর টিম নিয়ে চাটার্ড বিমানে শহরে আসছেন। বাইপাস সার্জারি করার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও মেডিক্যাল বোর্ডের তরফ থেকে জানা যাচ্ছে, এখনই বাইপাসের প্রয়োজন নেই। সূত্রের খবর, সৌরভের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে।তাঁর শরীর কেমন, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, এই সব কিছু ঠিকঠাক করতেই ইকো কার্ডিওগ্রাম করা হবে। সৌরভকে এই মুহূর্তে কোলেস্টেরল-রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গেই রক্ত তরল রাখার ওষুধও দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
একটি মন্তব্য পোস্ট করুন