পুবের কলম ওয়েব ডেস্কঃজয়ের ধারা অব্যাহত রেখেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দিয়েগো সিমিওনের দল। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল অ্যাতলেতিকো। ম্যাচের ৪১তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করেন মার্কোস লরেন্তে। এগিয়ে থেকেই বিরতিতে যায় সুয়ারেজরা। ম্যাচের ৬৩তম মিনিটে ভিক্তর লাগুরদিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় আলাভেস। তবে ৮৩তম মিনিটে হোয়াও ফেলিক্সের আত্মঘাতি গোলে সমতায় ফেরে তারা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করেন সেই সুয়ারেজই। এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাতলেতিকো। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। বার্সা ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
একটি মন্তব্য পোস্ট করুন