![]() |
ছবি-তথাগত রায় |
দেবশ্রী মজুমদার, নলহাটি, ২ জানুয়ারি: জানুয়ারী মাসের ৯ তারিখ নলহাটি ২ ব্লকের কাঁটা গড়িয়া মোড়ে অনুব্রত মণ্ডলের জন সভা। সেই উপলক্ষে ব্লকের কৃষ্ণপুরের সৎসঙ্গ আশ্রমে দলীয় কর্মীদের নিয়ে একটি সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য্য, ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী, তৃণমূল নেতা মহঃ গিয়াসউদ্দিন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা ব্লকের কার্যকরী সভাপতি আবু জাহের রাণা ও পঞ্চায়েত সমিতির সভাপতি সেলিমা খাতুন।
ত্রিদিব ভট্টাচার্য্য বলেন, ৯ জানুয়ারী নলহাটির কাঁটা গড়িয়া মোড়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জন সভা আছে। নলহাটি-২ ব্লক ছোট এলাকা। তার অন্তর্গত ৬টি অঞ্চলের লোক নিয়ে সভা। সেদিনের সভায় ৫০ হাজার মানুষ উপস্থিত থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন