পুবের কলম ওয়েব ডেস্কঃব্রিসবেন টেস্ট নিয়ে ধোঁয়াশা কাটলেও, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে খেলা খেলেই চলেছে অস্ট্রেলিয়া। এবার রোহিত শর্মাদের জন্য এমনই এক হোটেল বরাদ্দ করেছে তারা, যেখানে ভারতীয় ক্রিকেটারদের নিজেদের টয়লেটও নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে।অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশে কোভিড-১৯ এর জন্য ভিন্ন ভিন্ন নিয়মনীতি চালু রয়েছে। কুইন্সল্যান্ড প্রদেশের অন্তর্গত গাব্বাতেও কঠোর নিয়মবিধি বলবৎ রয়েছে।সেখানে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ফের কঠোর কোয়ারেন্টাইনে প্রবেশ করার কথা বলা হচ্ছিল।যদিও সমস্যা কেটে গিয়েছে। তবে ভারতীয় ক্রিকেটারদের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণ মোটেও সঠিক নয়।কুইন্সল্যান্ডে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দলকে থাকার জন্য ‘সোফিটেল’ নামের একটি ফাইভ স্টার দেওয়া হয়েছে। যেখানে রুম সার্ভিস বা হাউসকিপিং সুবিধা দেওয়া হয়নি ভারতীয় দলকে। অনুমতি মেলেনি সুইমিল পুল ব্যবহারের। হোটেলে যে জিমনেশিয়াম রয়েছে তা অত্যন্ত প্রাথমিক পর্যায়ের। এমনকি নিজেদের টয়লেটও নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে, এমন অভিযোগ এসেছে ভারতীয় শিবির থেকে।
একটি মন্তব্য পোস্ট করুন