পুবের কলম ওয়েব ডেস্কঃসিডিনিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তূতীয় টেস্ট। এই সিরিজে ভালো খেলে ১-১ সমতা থাকা কোন দল এগিয়ে যাবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু সবকিছুকে ছাপিয়ে ভারত-অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জুড়ে শুধুই ব্রিসবেন টেস্ট। কোয়ারেন্টাইন বিধি মেনে সিরিজের শেষ ম্যাচটি ভারত খেলবে তো ? এমন প্রশ্নের মধ্যিখানে ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে জানিয়েছেন, ভারত কোয়ারেন্টাইনে বিরক্ত নয়। অস্ট্রেলিয়ায় করোনার নতুন হটস্পট হিসেবে চিহ্নিত সিডনি শহর। সেখান থেকে অন্যান্য শহরে যেতে হলে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। ভারতের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। যদিও মধ্যিখানে জানা যায়, কোয়ারেন্টিন মেনে ব্রিসবেনে খেলতে চায় না ভারত। তবে রাহানের কথার পর টেস্টটি নিয়ে আশাবাদী হওয়াই যায়। এদিন তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, 'আমরা কেউই বিরক্ত নই। হ্যাঁ, কোয়ারেন্টাইনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। বিশেষ করে সিডনিতে। তবে তাতে একটুও বিরক্ত নই আমরা। আমরা ক্রিকেট খেলতে এসেছি ।আর সেটাই করতে চাই। বাকিটা আমাদের ক্রিকেট বোর্ড জানে।'
একটি মন্তব্য পোস্ট করুন