পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারত-ব্রিটেন বিমান পরিষেবা ৬ জানুয়ারি থেকে ফের চালু হবে। নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরী শনিবার একথা জানান। তিনি জানান, ভারত-ব্রিটেন বিমান চালু হবে ৬ জানুয়ারি এবং ব্রিটেন-ভারত বিমান পরিষেবা চালু হবে ৮ জানুয়ারি থেকে। হরদীপ সিংহ পুরী জানান, ২৩ জানুয়ারি থেকে দু’দেশের মধ্যে প্রতি সপ্তাহে ১৫-১৫ বিমান চলাচল করবে।
উল্লেখ্য যে শুক্রবার পুরী জানান, ভারতীয় এবং ব্রিটিশ এয়ারলাইন্স,দিল্লি,মুম্বই,বেঙ্গালুরু এবং হায়দরাবাদ (ব্রিটেন থেকে ভারত এবং ভারত থেকে ব্রিটেন) শুধু এই শহরগুলি থেকেই প্রতি সপ্তাহে ১৫-১৫ বিমান চলাচল করবে।
প্রসঙ্গত, বিমানমন্ত্রক দু’দেশের মধ্যে সমস্ত বিমান পরিষেবা ২৩ ডিসেম্বর থেকে বন্ধ করে দিয়েছিল। ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন মেলায় সতর্কতা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন