পুবের কলম প্রতিবেদকঃসিডনি টেস্টে ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সিরাজের প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করার যে অভিযোগ উঠেছে, তার নিন্দা জানিয়েছেন ভারতের আরও এক কিংবদন্তি ক্রিকেটার ইরফান পাঠান। এক প্রকার ক্ষুব্ধ হয়ে গ্যালারিতে বসে ক্রিকেটারদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করা দর্শকদের উদ্দেশে বলেন, 'আপনারা ক্রিকেটারদের সম্মান না করতে পারলে দয়া করে মাঠে আসবেন না।' সিডনি টেস্টের তূতীয় দিনের পাশাপাশি চতুর্থ দিনেও ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সিরাজের উদ্দেশে দর্শকদের গালিগালাজের অভিযোগ উঠেছে। তৃতীয় দিন শনিবার সিরাজ ও জাসপ্রিত বুমরাহসহ আরও কয়েকজন হয়েছিলেন বর্ণবাদের শিকার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরে অফিসিয়ালদের বিষয়টি জানান। রবিবার খেলা চলাকালীন ফের বর্ণবিদ্বেষের শিকার হন সিরাজ। এ বিষয়ে ইরফান পাঠান বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়ে টুইটারে লেখেন, 'মাঠে খেলোয়াড়দের যদি সম্মান করতে না পারেন, তাহলে স্টেডিয়ামে আসবেন না।'
একটি মন্তব্য পোস্ট করুন