তেল আবিব,৯ জানুয়ারিঃ ১.৬৮ বিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হতে চলেছে তুরস্কের দুই প্রতিদ্বন্দ্বী দেশ ইসরাইল এবং গ্রিস। এই চুক্তির মাধ্যমে, গ্রিসের হেলেনিক এয়ার ফোর্সের জন্য একটি ফ্লাইট স্কুল স্থাপন ও পরিচালনদ্দা দায়িত্ব পাবে ইসরাইলের বেসরকারি অস্ত্র সংস্থা এলবিট সিস্টেমস। জানা যায়, ২০১৪ সালে গাজার যুদ্ধে ব্যবহার করা ড্রোনগুলোর প্রায় ৮৫ ভাগই সরবরাহ করেছে এলবিট। ভয়াবহ সেই যুদ্ধে ৫০ দিনে প্রায় ২,২০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। জানা গেছে, গ্রিক সরকার ইসরাইলের কাছ থেকে সিমুলেটর, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ বিমানও কিনবে। ইসরাইলি প্রতিরক্ষা বিভাগের ঘোষণা, এই চুক্তিটি ২০ বছরের বেশ সময় পর্যন্ত টিকবে। প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ জানান, ‘এই চুক্তি গ্রিসের সঙ্গে আমাদের চমৎকার ও বিকাশমান সম্পর্কের প্রতিফলন। এটি এক দীর্ঘমেয়াদী চুক্তি যা দুই দেশের স্বার্থেই কাজ করবে এবং ভূমধ্যসাগরে স্থিতিশীলতা বাড়াবে।’
একটি মন্তব্য পোস্ট করুন