এম এ হাকিম, বনগাঁ:রাজ্যের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, পশ্চিমবঙ্গে আগামী ১৪ মে বিজেপি’র মৃত্যুদিন, রাজ্য থেকে ওদের পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে। শুক্রবার হাবড়ায় দলীয় কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। আগামী মকরসংক্রান্তির পরে তৃণমূল দল থেকে বেশকিছু নেতা বিজেপিতে যোগ দিতে পারে এবং এরফলে তৃণমূল বড়সড় ভাঙন সৃষ্টি হতে পারে বলে বিজেপি’র দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী ওই মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘যে তারিখে ভোট হবে বলে শোনা যাচ্ছে, সেটা যদি হয়, তাহলে ১৩ মে ভোট গণনা হবে। ১৪ মে বিজেপির মৃত্যু দিন। কারণ ওই দিন থেকে বিজেপিকে এখান থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে।’
জ্যোতিপ্রিয় বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে বলেন ‘মুখ্যমন্ত্রীকে কেউ যদি হত্যা করে বিজেপি আশ্রিত মাফিয়ারা হত্যা করবে। প্রথমে ওরা চরিত্রহনন করে। চরিত্রহননে যখন না পারে তখন তাঁকে খুন করে দেওয়া হয়। খুন করলে ওরাই করবে।’
বিজপি’র উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ওরা বাংলায় আগুন এখনও দেখেনি। বাংলার মানুষ যখন ক্ষেপে যাবে, যখন উত্তাল হয়ে উঠবে তখন ওরা বুঝতে পারবে কত ধানে কত চাল!’ ‘অসভ্য’, ‘বর্বর’ রাজনৈতিক দলের নাম হল বিজেপি, ওরা হিংসা ও খুনের রাজনীতি করে বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।
একটি মন্তব্য পোস্ট করুন