কলকাতা,১জানুয়ারি: করোনা বিধি সতর্কতার কথা মাথায় রেখে কল্পতরুতে কড়াকড়ি কাশীপুর ও দক্ষিণেশ্বরে। এই দিন প্রচুর ভক্তের সমাগম আটকাতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। সবাইকে স্যানিটাইজ করে মন্দির প্রাঙ্গণে ঢোকানো সম্ভব নয়। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যেক বছর এই দিনটিতে উপচে পড়া ভিড় থাকে দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটীতে। এবছর তার ব্যতিক্রম। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে আজ কল্পতরু উৎসব এর দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে মন্দিরে মায়ের নিত্য পুজো যেমন হয়, তেমনি হবে। একইভাবে বন্ধ রাখা হচ্ছে কাশীপুর উদ্যানবাটি। এই উদ্যানবাটিতেই কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। কড়াকড়ি থাকছে কামারপুকুরেও। তবে তা দক্ষিণেশ্বর এর মতো নয়। সকালে মঠের গেট খোলা হয় ৮টায়। ১১ টায় বন্ধ করা হয়। ফির খুলবে বিকেল সাড়ে তিনটে। খোলা থাকবে ৫ টা পর্যন্ত। এই দুই পর্বে ভক্তরা মঠের ভেতর ঢুকতে পারবেন। মাস্ক বাধ্যতামূলক। থার্মাল চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। স্যানিটাইজার দেওয়া হচ্ছে। দুপুরে প্রসাদ বিতরণ বন্ধ থাকবে। বন্ধ রাখা হয় গেস্ট হাউসও।
একটি মন্তব্য পোস্ট করুন