পুবের কলম ওয়েব ডেস্কঃপরের আইপিএল নিলামে দীনেশ কার্তিক এবং কুলদীপ যাদবকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।একই সঙ্গে সংশয় রয়েছে প্যাট কামিন্সকেও তারা ছেড়ে দিতে পারে। তবে এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে ২০১৮ সালের আইপিএল নিলামে দীনেশ কার্তিককে কিনেছিল কলকাতা। সে বার ছেড়ে দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে। কলকাতার এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও প্রথম বার কার্তিক দলকে প্লে-অফে তোলেন। যদিও পরের দু'বারই গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছে কলকাতা। ব্যাট হাতেও কার্তিকের পারফরমেন্স আহামরি নয়। ২০১৮ এবং ২০১৯-য়ে অধিনায়ক থাকলেও, দলের জঘন্য পারফরম্যান্সের জেরে ২০২০ আইপিএলের মাঝপথেই কার্তিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে নেতা বানানো হয় ইয়ন মর্গ্যানকে। অনেকের মতে, কার্তিকের পাশাপাশি অফ ফর্মে থাকা কুলদীপকেও ছেড়ে দিতে পারে কেকেআর।
একটি মন্তব্য পোস্ট করুন