পুবের কলম ওয়েব ডেস্কঃবিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার কোল আলোকিত করে এসেছে একটি কন্যাসন্তান। বিষয়টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বিরাট কোহলি নিজেও। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট এবং বলিউডি গ্ল্যামারাস এই জুটিকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ভক্ত-সমর্থকরা। একদিন না যেতেই ইন্টারনেটে বিরাট কোহলি এবং অনুষ্কার কন্যার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি তার একটা নামও ছড়িয়ে পড়েছে। যদিও এই ছবি কিংবা নাম কোনোটাই বিরুশকার কন্যার নয়। টুইটারে ছড়িয়ে পড়া সেই ছবিতে লেখা হচ্ছে, ‘অনুষ্কার কোল আলো করে ঘরে এলো লক্ষ্মী। এই দেখুন মা ও মেয়ের ছবি।’এর মাঝে বিরাটের ভাইও একটি বাচ্চার পায়ের ছবি পোস্ট করে দু'জনকে অভিনন্দন জানান। অনেকেই মনে করেছিলেন সেটিই হয়তো সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিরুশকার মেয়ের প্রথম ছবি। কিন্তু পরে জানা যায়, সেটি যে নবজাতকের ছবি, সে কথা উল্লেখ ছিল না। প্রতীকী ছবিই দেওয়া হয়েছিল। পরে ভাইরাল হল অন্য একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে মেয়ে। সেই ছবি দিয়ে মুহূর্তে তৈরি হয়ে যায় একাধিক ভিডিও। পরে জানা যায়, সেই ছবিও ভুঁয়ো। এতে খানিকটা হতাশই হয়েছেন ভক্ত-সমর্থকরা। কারণ বিরুশকার খুদে তারকাকে দেখতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে তাদের।
একটি মন্তব্য পোস্ট করুন