পুবের কলম প্রতিবেদকঃএই অ্যাস্টন ভিলার কাছে কিছুদিন আগে লিগে ৭-২ গোলে হেরেছিল লিভারপুল। এবার তার প্রতিশোধ নিল জুরগেন ক্লপের শিষ্যরা। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পা রেখেছে অলরেডরা। এ ম্যাচের একদিন আগেই করোনা পরীক্ষায় অ্যাস্টন ভিলার প্রধান কোচসহ মূল দলের প্রায় সবাই করোনা পজিটিভ হন। ফলে বাধ্য হয়ে বয়সভিত্তিক দল মাঠে নামাতে হয়। ম্যাচে অ্যাস্টন ভিলার মূল একাদশের ৭ খেলোয়াড়কে অনূর্ধ্ব-২৩ এবং বাকি ৪ জনকে নেওয়া হয় অনূর্ধ্ব-১৮ দল থেকে। তরুণ ফুটবলারদের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র চতুর্থ মিনিটেই সাদিও মানের হেড থেকে গোল হজম করে ভিলা। ম্যাচের ৪১তম মিনিটে ১৭ বছরের লুই ব্যারি সফরকারীদের চমকে দিয়ে সমতা ফেরান। ভিলার দুর্ভাগ্য যে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর একাদশের তরুণদের খেলায় ক্লান্তির ছাপ দেখা যায়। আর এই সুযোগে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জর্জিনিও উইনালদাম।৬০তম মিনিটে সতীর্থের হেডে লুপ করে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। এর পাঁচ মিনিট পর বক্সের ভেতর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন মিশরীয় ফরোয়ার্ড মুহাম্মদ সালাহ।
একটি মন্তব্য পোস্ট করুন