পুবের কলম ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তরপ্রদেশের একটি ভিডিও । ভিডিওটিতে দেখা গেল যে কিছু লোক নদীতে ডলফিনটিকে হত্যা করছে। দুঃখজনক বিষয় হ'ল মানুষ নির্মমভাবে ডলফিনকে হত্যা করছিল। ভিডিওতে দেখা যায় কিছু পুরুষ কুঠার এবং রড দিয়ে মাছটিকে ক্রমাগত আঘাত করে যাচ্ছেন । এই মামলায় ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
ইউপির প্রতাপগড়ের পুলিশ জানিয়েছে যে ঘটনাটি ৩১ শে ডিসেম্বর ঘটেছিল। যে তিন ব্যক্তি মাছটিকে হত্যা করেছে তাদের গ্রেফতার করে কারাগারে রাখা রয়েছে।
উল্লেখ্য যে গঙ্গায় পাওয়া ডলফিন একটি বিলুপ্তপ্রায় প্রজাতি। সুতরাং সরকার তাদের রক্ষা করার জন্য বহু উদ্যোগ নিতে থাকে।
এও উল্লেখ্য যে গঙ্গায় পাওয়া ডলফিনদের হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ।
একটি মন্তব্য পোস্ট করুন