পুবের কলম ওয়েব ডেস্কঃ শহরবাসীর জন্য খুশীর খবর। আজ বুধবার মেট্রোরেল তরফে জানানো হয়েছে যে আগামী ১৮ই জানুয়ারি থেকে আর লাগবে না ই-পাস। পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যাও। এবার থেকে সোম থেকে শুক্রবার ২২৮ টির বদলে চলবে ২৪০ টি মেট্রো।
তবে স্মার্টকার্ড ব্যাবহার করেই আপাতত চড়তে হবে মেট্রোয়। এদিন কলকাতা মেট্রোরেল তরফে জানানো হল যে পরবর্তী বিজ্ঞপ্তি অবধি কাউন্টার থেকে কোন রকম টোকেন দেওয়া হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন