পুবের কলম ওয়েব ডেস্কঃ সাত বছর পর আইলিগের আঙিনায় মহামেডান স্পোর্টিং। প্রতিবারই দ্বিতীয় ডিভিশনে খেললেও এবার যোগ্যতা অর্জনকারী পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আইলিগের মূল পর্বে উঠেছে সাদাকালো ব্রিগেড। করোনা আবহে প্রথম ম্যাচেই দিল্লির সুদেভা মুনলাইট এফসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের আই লিগ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং। এদিন যোগ্য দল হিসেবেই যুবভারতীর শূন্য স্টেডিয়ামে দিল্লির দলটিকে হারিয়ে দিল সাদাকালো ব্রিগেড। ৫৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করলেন ফয়সল আলি। দুটো দলই ইতিবাচক ফুটবল খেলল। সুদেভা গোলমুখ খুলতে নাপারলেও পাসিং ফুটবলে মহামেডানের পাশাপাশি নজর কাড়ল দিল্লির দলটিও।
একটি মন্তব্য পোস্ট করুন