কলকাতা, ৫জানুয়ারি: জন্ম কিংবা মৃত্যু। সার্টিফিকেট নিতে এবার আর পুরসভার দরজায় কড়া নাড়তে হবে না। কারণ শুক্রবার থেকে এই আবেদন করা যাবে অনলাইনে। সার্টিফিকেট ডাউনলোড করা যাবে পুরসভার ওয়েবসাইট থেকে।
সার্টিফিকেট অনলাইনে দেওয়ার ব্যবস্থা চালু করার ড্রাই রান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর জন্য কী নথি জমা করতে হবে? পুরসভা সূত্রে খবর, এর জন্য সংশ্লিষ্ট নাগরিক যে কলকাতা পৌর এলাকার বাসিন্দা সেই সংক্রান্ত নথি এবং হাসপাতালের নথি জমা করতে হবে। পেমেন্ট করা যাবে অনলাইনে। আবেদনের ২৪ ঘন্টার মধ্যে মোবাইলে মেসেজ আসবে। তাতেই জানিয়ে দেয়া হবে কবে মিলবে শংসাপত্র।
হঠাৎ কেন এই অনলাইন ব্যবস্থা? ঘটনা হল কল অন কে এম সি অনুষ্ঠানে এই সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়ছিল। তাতে দেখা যাচ্ছে, আবেদন করার পর একমাস কেটে গেলেও শংসাপত্র হাতে আসেনি। কেন এই দীর্ঘ সময় লাগছে তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। সার্টিফিকেট পাওয়ার সময় কমাতে তার নির্দেশেই অনলাইনে শুরু হতে চলেছে এই ব্যবস্থা। কাজের তদারকি করছেন পুর কমিশনার বিনোদ কুমার।
একটি মন্তব্য পোস্ট করুন