পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশজুড়ে করোনা ভ্যাকসিনেশনের আবহে বড় সিদ্ধান্ত নিতে দেখা গেল কেন্দ্র সরকারকে। জানুয়ারি মাস থেকে শুরু হতে চলা পালস পোলিও টিকাকরণ অভিযানকে আপাতত স্থগিত রাখার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে। সেই মর্মে প্রকাশিত হল বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে " অপ্রত্যাশিত গতিবিধির কারণে পরবর্তী বিজ্ঞপ্তি অবধি ১৭ ই জানুয়ারি থেকে শুরু হতে চলা রাষ্ট্রীয় পোলিও টিকাকরণ অভিযানকে (national immunisation day) আপাতত স্থগিত করা হল"।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ৯ ই জানুয়ারি সমস্ত রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠির মাধ্যমে পোলিও টিকাকরণকে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন