পুবের কলম ওয়েব ডেস্কঃবিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী মঙ্গলবার জানায়,ব্রিটেন থেকে ভারতে আসা যাত্রীদের করোনার আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। ভারতে পা রাূার ৭২ ঘণ্টা আগে এই টেস্ট করাতে হবে। করোনার ‘নয়া স্ট্রেন’-এর বিপদ এড়াতে ইউকে থেকে ভারত আসা যাত্রী বিমানের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে।এখন ৬০টির জায়গায় ৩০টি যাত্রী বিমানেরই চলাচলের অনুমতি মিলবে। কিছুদিন আগে পুরী প্রতি সপ্তাহে ৬০টি বিমান চলাচলের কথা ঘোষণা করেছিলেন। এরমধ্যেই হিমাচল প্রদেশ সরকার ৪ জেলায় কার্ফু সরানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সরকার এই আদেশ জারি করে।
একটি মন্তব্য পোস্ট করুন