দেবশ্রী মজুমদার, বোলপুর, ১৩ জানুয়ারি: একুশের নির্বাচনে ম্যাজিক ফিগার পিছনে রাখতে রাজসিক বিজয় যজ্ঞেই ভরসা রাখলেন অনুব্রত।
সকাল থেকেই মন্দির চত্বর তৃণমূলের পতাকায় ছেয়ে দেওয়া হয় । দুপুরের দিকে যজ্ঞে অংশ নেন অনুব্রত মণ্ডল । সাংবাদিক বৈঠকে অনুব্রত বলেন, " আগেকার দিনে রাজা মহারাজারা যুদ্ধে বের হবার আগে আয়োজন করতেন বিজয় যজ্ঞের। তাই আমরাও করলাম। কি চাইলেন? যা চাওয়ার চেয়ে নিয়েছি। যজ্ঞ স্থান থেকে বিজেপি যে তার কোন প্রতিপক্ষ, তা মানতে চান নি। তাই কার বিরুদ্ধে এই যুদ্ধ খোলসা করে বলেন নি তিনি। তবে, এটা জানাতে ভোলেননি, ২২০ প্লাস তৃণমূলের একুশের নির্বাচনে।
যজ্ঞের আয়োজনে কোন খামতি রাখেন
নি জেলা তৃণমূল সুপ্রিমো।
সতীর ৫১ পীঠের অন্যতম বোলপুরের এই কঙ্কালীতলা মন্দির ।১ কুইন্টাল ৫১ কেজি বেল কাঠ ও ৫১ কেজি ঘি দিয়ে আজ সকাল থেকে শুরু হয় যজ্ঞ ৷
বেলায় এলেও সকাল থেকেই কঙ্কালীতলা মন্দিরে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল বিধায়ক, সাংসদ থেকে শুরু করে ব্লক সভাপতিরা। ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় মন্দির চত্বরে জুড়ে। প্রায় ৪ হাজার মানুষ পাত পেড়ে খান মায়ের প্রসাদ। প্রসাদ ভোগে ছিল খিচুরি, দুরকম সবজি, চাটনি ও পায়েস।
একটি মন্তব্য পোস্ট করুন