পুবের কলম প্রতিবেদকঃ তাঁর জন্মদিনে মনসুর আলী খান পতৌদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মঙ্গলবার ছিল কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারের ৮০ তম জন্মদিন। আর প্রয়াত প্রাক্তন অধিনায়ক এর ৮০ তম জন্মদিন উপলক্ষে বিসিসিআই তাদের টুইটারে লিখেছে,' অন্যতম অকুতোভয় ভারতীয় ক্যাপ্টেনের প্রতি রইলো আমাদের শ্রদ্ধার্ঘ্য। ম্যাক (এই নামেই তাঁকে ভারতীয় ক্রিকেটে ডাকা হত) পতৌদির ৮০ তম জন্মদিনে আমরা তাঁকে স্মরণ করছি। ' উল্লেখ্য বডিলাইন বোলিং এর বিরুদ্ধে একটা সময় ভয় ডর হীন ক্রিকেট খেলেছিলেন পতৌদি। তাঁর ক্রিকেটীয় প্রতিভার গুণে পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার পেয়েছেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্যাপ্টেন দের একজন হিসেবে ধরা হয় তাকে। কংগ্রেসের তরফ থেকেও তাই টুইট করে তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হলো। আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদানের কথা তুলে ধরা হলো। আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লা জানান,'মনসুর আলী খান পতৌদির জন্মদিনে আমরা তাঁকে স্মরণ করছি । তিনি ছিলেন সব থেকে সাহসী একজন ক্রিকেটার এবং নিজের যোগ্যতায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্মান আদায় করে নিয়েছিলেন।' উল্লেখ্য ভারতের কিংবদন্তি ক্রিকেটার ইফতিকার আলি খান এর পুত্র তিনি। তাঁর পিতামহ হামিদুল্লাহ খান ছিলেন ভূপালের নবাব। প্রসঙ্গত একটি দুর্ঘটনায় নবাব পতৌদি তার ডান চোখটি হারিয়েছিলেন। কিন্তু বাম চোখটি ছিল দারুণ তীক্ষ্ম। আর একটা চোখেই কামাল করে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। মোট ৪৬ টি টেস্ট খেলেছিলেন ভারতের হয়ে ।
একটি মন্তব্য পোস্ট করুন