পুবের কলম ওয়েব ডেস্কঃবৃহস্পতিবার থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে হওয়া তৃতীয় টেস্ট। এই টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। প্রত্যাশিতভাবে সিডনি টেস্টে দলে ফিরেছেন রোহিত শর্মা। দীর্ঘদিন পর চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাক করেছেন তিনি।দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন উমেশ যাদব। উমেশ যাদবের পরিবর্তে তৃতীয় টেস্টে কে সুযোগ পাবেন এই নিয়ে চলছিল জোর জল্পনা। অনেকেই দাবি করেছিলেন টি-২০ সিরিজে নটরাজন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সেই কারণে তৃতীয় টেস্টে নটরাজনকেই সুযোগ দেওয়া উচিত। তবে তৃতীয় টেস্টে সুযোগ পেয়েছেন নভদীপ সাইনি। এ ম্যাচের মধ্য দিয়েই টেস্টে অভিষেক হচ্ছে নভদীপ সাইনির। খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছেন ময়াঙ্ক আগারওয়াল। চার ম্যাচের বর্ডার-গাভাসকর সিরিজ ১-১ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জয়লাভ করে ভারত।
একটি মন্তব্য পোস্ট করুন