পুবের কলম ওয়েব ডেস্কঃনতুন বছরের প্রথম ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করলেন জোড়া গোল। আর তাতে প্রতিপক্ষ উদিনেসের বিরুদ্ধে ৪-১ গোলে জয় তুলে নিল জুভেন্টাস। দলের বাকি দুটি গোলের একটিতেও অবদান ছিল সিআরসেভেনর। এই জয়ে জুভেন্টাস উঠে এলো পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান এখনও জুভদের। ১৫ ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৩৭। ১৪ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ২৭। ক্রোটোনেকে ৬-২ গোলে হারিয়ে ইন্টার মিলান দুই নম্বরে নিজেদের অবস্থান পাকা করল।২০২০ এর শেষ ম্যাচে ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে পরাজয়ের পর জুভেন্টাসের এমন একটি জয় খুব প্রয়োজন ছিল। অবশেষে রোনালদোর জ্বলে ওঠার মধ্য দিয়ে ২০২১ সালে দারুণ সূচনা হলো ৯ বারের টানা চ্যাম্পিয়নদের। এ ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অ্যারোন রামসির পাস থেকে তার ট্রেডমার্ক ড্রাইভে গোল করেন সিআর সেভেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন ফেডেরিকো চিয়েসা। ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের ৯০ মিনিটে একটি গোল শোধ করেন উদিনেসের মারভিন জিগিলার। ৯৩তম মিনিটে উদিনেসের জারে শেষ পেরেক ঠুকে দেন পাওলো দিবালা।
একটি মন্তব্য পোস্ট করুন