এম এ হাকিমঃতৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এর পরের বার মোদীও হারবেন। সৌগত রায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র কটাক্ষ করে বলেন, ‘দিলীপ ঘোষ এখানে উন্মত্ত ষাঁড়ের মত চিৎকার করে বেড়াচ্ছে আমরা বিজেপি, আমরা জিতব। আরে তুমি কী জিতবে? তোমার মোদীর বাবা ট্রাম্প তো হেরে গিয়েছে। এর পরের বার মোদীও হারবে।’ তিনি আজ শনিবার ব্যারাকপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অধ্যাপক সৌগত রায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেন, ‘মোদি এবং অমিত শাহ দু’জনে আহমেদাবাদে বসে ছিল ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়ার জন্য। দিল্লিতে সেসময়ে ‘রায়ট’ হচ্ছে, ভারতবর্ষে সেসময়ে করোনা হচ্ছে। কিন্তু ওই সময়ে ওঁরা ট্রাম্পকে স্বাগত জানিয়েছে। আজকে ট্রাম্প হেরে যাওয়ার পরে মোদির লজ্জা থাকলে দেশের মানুষের কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই সৎ সাহস মোদির নেই।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হোম টাউন হল গুজরাটের আহমেদাবাদ। গতবছর ফেব্রুয়ারিতে ভারত সফরের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহমেদাবাদে বিপুল জনসমাবেশের মধ্য দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প এ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করেন।
আজ ব্যারাকপুরের ওই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ‘বঙ্গ বিজেপি ক্ষ্যাপা ষাঁড়ের মত দৌড়াচ্ছে সারা পশ্চিমবাংলায়। ক্ষ্যাপা ষাঁড়। আগে আমি দিলীপ ঘোষকে বলতেন, ক্ষ্যাপা দিলীপ, পাগলা দিলীপ। এখন আর বলি না ক্ষ্যাপা দিলীপ, পাগলা দিলীপ। এখন বলি ক্ষ্যাপা ষাঁড়!’
বিজেপি সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা রাম নবমীর আগে দাঙ্গা বাধাতে পারে। কিন্তু এত সহজ? যদি কোনও জায়গায় ওরা দাঙ্গা বাধাতে আসে আমি আপনাদের কাছে অনুরোধ জানিয়ে যাব, যারা দাঙ্গা বাধাতে আসবে তাদের সেই জায়গা থেকে যেন কেউ ফিরে না যেতে পারে সেই ব্যবস্থা করবেন।’
আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রাজ্যে পুনরায় ক্ষমতায় আসবে বলেও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
একটি মন্তব্য পোস্ট করুন