পুবের কলম ওয়েব ডেস্কঃ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) রবিবার দু-দু’টি করোনা ভ্যাকসিনের জরুরিকালীন ব্যবহারের অনুমতি দিয়েছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের মতো স্বদেশি ভ্যাকসিনও ট্রায়ালের অনুমতি পেয়েছে। এ বিষয়েই কংগ্রেস নেতা শশী থারুর আপত্তি জানিয়েছেন। সময়ের আগেই কোভ্যাকসিন ব্যবহারের অনুমতি বিপদজনক হতে পারে। কারণ এর তৃতীয় পর্যায়ের পরীক্ষ এূনও সম্পূর্ণ হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনকে তিনি অনুরোধ করেন এই ভ্যাকসিন সম্পূর্ণ পরীক্ষা না হওয়া পর্যন্ত যেন অপেক্ষা করা হয়। কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ থারুর টু্ইট করে জানান, ‘কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষণ এখনও বাকি। সময়ের আগে অনুমতি দেওয়া বিপদজনক হতে পারে।’ উনি হর্ষবর্ধনকে অনুরোধ করেন ট্রায়াল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ভ্যাকসিনের ব্যবহারের অনুমতি যেন রদ করা হয়। টু্ইটে তিনি বলেন ‘কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই ভ্যাকসিনের ব্যাপারে ধারণা স্বচ্ছ করা উচিত। ভারত এরমধ্যেই অ্যাস্ট্রোজেনকা ভ্যাকসিনে টিকাকরণ শুরু করতে পারে।’
একটি মন্তব্য পোস্ট করুন