পুবের কলম প্রতিবেদকঃ চিনের জল সীমান্তে আটকে পড়া ৩৯ ভারতীয় নাবিককে ফেরানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল শিবসেনা। শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চর্তুবেদি এই প্রসঙ্গটি উপস্থাপন করেন। বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দিয়ে তিনি বিষয়টি জানান। চিঠিতে প্রিয়াঙ্কা লিখেছেন, কেন্দ্রের তরফে কোনও ধরনের সহযোগিতা ছাড়াই ওই নাবিকদেরকে তাঁদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছে। নাবিকদের পরিবার তাঁদের ফেরা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। এই নাবিকদের পরিবারের বেশিরভাগই মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁরা এক সরকারি অফিস থেকে অন্য সরকারি অফিস দৌড়ে বেড়াচ্ছেন কিন্তু, সহযোগিতা পাচ্ছেন না।
এম ভি অ্যানাস্তেসিয়া ও এম ভি জগআনন্দ নামের দু’টি কার্গো ভেসেলস্ ৩৯ জন ভারতীয় নাবিক সমেত চিনের জল সীমান্তে আটকে রয়েছে। একটি আটকে রয়েছে প্রায় ৬ মাস। আর অন্যটি আটকে রয়েছে ৩ মাসেরও বেশি। মনে করা হচ্ছে, পূর্ব লাদাখ সীমান্তে দু’দেশের সম্পর্কে উত্তেজনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে আসছিল এই জাহাজ দু’টি। জাহাজ দু’টি পণ্য খালাসের অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। চিন তাদের পণ্য খালাস করার অনুমতি দিচ্ছে না। এমনকী তাদের ফিরতেও দেওয়া হচ্ছে না। উল্টে তাদের বন্দরের ভাড়া গুণতে হচ্ছে। যদিও চিনের তরফে যুক্তি দেখানো হয়েছে, করোনার কিছু বিধিনিয়মের কারণেই বিলম্ব হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই জাহাজ দু’টিকে অবস্থান পরিবর্তন করতে দেওয়া হবে। এর সঙ্গে সীমান্ত উত্তেজনার কোনও সম্পর্ক নেই। উল্লেখ্য,বুধবার কেন্দ্রীয় জাহাজমন্ত্রী মনসুখ মান্ডভিয়া অবশ্য জানিয়েছেন, দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। খুব শীঘ্রই জাহাজে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রকে শিবসেনার এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসলে এই ইস্যুতে কেন্দ্রকে চাপে রাখতে চাইছে শিবসেনা।
একটি মন্তব্য পোস্ট করুন