পুবের কলম ওয়েব ডেস্কঃক্রাইস্টচার্চ টেস্টে ২৩৮ রানের দুরন্ত এক ইনিংস খেলে আইসিসি রাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তিনি সংগ্রহ করেছেন ৯১৯ রেটিং পয়েন্ট। স্কোরটা নিউজিল্যান্ডের যে কোনো খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ। কেন উইলিয়ামসনের ঠিক নিচের জায়গায় এসেছে পরিবর্তন। সিডনি টেস্ট শেষে স্টিভ স্মিথকে টপকে গিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্যাপ্টেনকে পিছনে ফেলে রাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অধিনায়ক। এসসিজি-র দুই ইনিংসে স্মিথ স্কোর করেন ১৩১ এবং ৮১। তার দাপুটে এই ইনিংস দুটিই কোহলিকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে দিয়েছে তৃতীয় স্থানে।
একটি মন্তব্য পোস্ট করুন