পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্রমাগত পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে বিঁধলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার তিনি জানান, সরকার দেশের আমজনতার জন্য একেবারেই চিন্তিত নন। তারই ফল, তিন কৃষি আইনে আতঙ্কিত কৃষক রাস্তায় নেমেছেন।
উল্লেখ্য যে বুধবার কলকাতায় লিটারে ৭৭.৭০ টাকা ছুঁয়ে রেকর্ড করেছিল ডিজেল। বৃহস্পতিবার ফের ২৭ পয়সা বেড়ে এই প্রথম পৌঁছেছে ৭৭.৯৭ টাকায়। পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়ে হয়েছে ৮৫.৬৮ টাকা। রেকর্ড উচ্চতার মাত্র কয়েক হাত দূরে।
সোনিয়াজী বলেন,জনসাধারণকে স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের বাড়তি দাম রদ এবং প্রচণ্ড ঠাণ্ডায় সীমান্তে ধরনায় বসা কৃষকদের আন্দোলন থামাতে তিন কৃষি আইনকে প্রত্যাহার করা উচিত।
কংগ্রেস সভাপতি বলেন, দেশ এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে দেশের কৃষক মহল গত ৪৪ দিন ধরে দিল্লি সীমান্তে তাঁদের অধিকারের জন্য লড়াই চালাচ্ছে, অন্যদিকে সংবেদনহীন, নিষ্ঠুর বিজেপি সরকার গরীব কৃষক এবং মধ্যবিত্তদের কোমর ভেঙ্গে দিতে করোনাধ্বস্ত অর্থব্যবস্থার মধ্যেও নিজেদের তহবিল ভর্তি করতে ব্যস্ত।
একটি মন্তব্য পোস্ট করুন