কলকাতা,৩জানুয়ারি: স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। সকালে চা বিস্কুট খেয়েছেন। ব্রেকফাস্টে খেয়েছেন ছানা ও কনফ্লেক্স। ডোনা ও সানার সঙ্গে কথাও বলেছেন। এমনই জানিয়েছে উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
নতুন বছরের দ্বিতীয় দিনেই উৎকণ্ঠার খবর। শনিবার জিম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রেসিডেন্ট তথা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে পিঠে ব্যথা তারপর সামান্য সময়ের জন্য জ্ঞান হারান তিনি। ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। পরীক্ষা করে বোঝা যায়, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে শনিবার সন্ধ্যার পর থেকে ' দাদা ' অনেকটাই বিপদমুক্ত। রাতে তার করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর। রাতে খাবার খেয়েছেন তিনি।
রবিবার সকালে মহারাজের স্বাস্থ্য স্থিতিশীল বলে জানানো হয়। সকালে চা বিস্কুট খেয়েছেন। ব্রেকফাস্টে খেয়েছেন ছানা ও কনফ্লেক্স। ডোনা ও সানার সঙ্গে কথাও বলেছেন। এমনকি ডাক্তারদের সঙ্গে নিজেই কথা বলেছেন। এমনই জানিয়েছে উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
একটি মন্তব্য পোস্ট করুন