কলকাতা, ২জানুয়ারি: ঠান্ডায় থরহরি কম্প দিল্লিবাসী। বছরের প্রথম দিনেই রাজধানী শহরের তাপমাত্রা নামে ১.১ ডিগ্রি সেলসিয়াসে। একই হাল হরিয়ানাতেও। দেশের অন্যান্য রাজ্যগুলোতে যখন জাঁকিয়ে ঠান্ডার দাপট, তখন বঙ্গ থেকে মুখ ফেরালো শীত। মঙ্গল ও বুধবার থেকে শহরের তাপমাত্রা বাড়বে বলে জালাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহবিদদের বক্তব্য, হিমেল হাওয়া মূলত উত্তর-পশ্চিম ভারতের সীমাবদ্ধ। এর একটা বড় অংশ আরব সাগরের দিকে চলে যাচ্ছে। ফলে পূর্বের রাজ্যগুলোতে ঠান্ডার দাপট তুলনামূলক কম। আগামী কয়েকদিনের তা আরো কমবে। এর কারণ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিমের বাতাস আরও দুর্বল হবে। উত্তর ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লির তাপমাত্রা বেড়ে ৮ ডিগ্রিতে পৌঁছতে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গল বুধবার নাগাদ কলকাতার তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। দিনের তাপমাত্রা বেড়ে ২৮ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঠান্ডার অনুভূতি প্রায় উধাও হওয়ার জোগাড়। আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে শীত কিছুদিনের জন্য হলেও পাত্তারি গোটাবে। পশ্চিমী ঝঞ্জা সরে গেলে ফের কমতে পারে তাপমাত্রা।
একটি মন্তব্য পোস্ট করুন