পুবের কলম ওয়েব ডেস্কঃআইসিসির অ্যাসোসিয়েট দেশ ওমান। তাই তাদের দেশে টেস্ট ক্রিকেট হওয়ার কোন সম্ভাবনা ছিল না। কিন্তু আফগানিস্তানের চাওয়ায় সে সম্ভাবনা তৈরি হয়েছে। আফগানিস্তানে খেলা চালানোর অবস্থা না থাকা আফগানরা এবার হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ওমানকে। এর আগে সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছিল রশিদ খানরা। এবার সেখানে যুক্ত হলো ওমান। আল আমারাতে ওমান ক্রিকেট একাডেমির এক নম্বর মাঠটি বেছে নেয় তারা। আনুষঙ্গিক সকল সুবিধা তৈরি করে আইসিসির স্বীকৃত নিয়ে নেওয়া হয়েছে। ওমানের এই মাঠকে তিন সংস্করণের ক্রিকেটের জন্যই স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। স্বীকৃতি পাওয়ার পরই এই মাঠে ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান। ২৬, ২৯ ও ৩১ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
একটি মন্তব্য পোস্ট করুন