পুবের কলম ওয়েব ডেস্কঃরাজস্থানে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সমর্থকদের সঙ্গে রাজ্য বিজেপির বিরোধ ফের প্রকাশ্যে। সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকে বসুন্ধরা রাজেকে আমন্ত্রণ না জানানোয় এই বিরোধ প্রকট হয়ে উঠেছে। এরপর বসুন্ধরার সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মঞ্চ তৈরির ঘোষণা করে, যে কারণে রাজ্য বিজেপি সভাপতি সতীশ পুনিয়া তীব্র প্রতিক্রিয়া দেন। বিজেপির এই আভ্যন্তরীণ কলহের প্রভাব রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের। বিজেপি নেতৃত্ব বর্তমানে পুরো বিষয়টিকে নজরে রেখেছে। সূত্রের খবর রাজ্যে বসুন্ধরা রাজেকে অবহেলা করা দলের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে তাদের অবস্থান মজবুত করতে বদ্ধপরিকর। এ কারণেই রাজ্যের বিষয়ে আলোচনার জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য সভাপতি সতীশ পুনিয়া অন্য নেতাদের সঙ্গে দিল্লির বৈঠকে বসুন্ধরাকে আমন্ত্রণ জানায়নি। এই বৈঠকের পরই বসুন্ধরা রাজের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় মঞ্চ তৈরি করে প্রচার শুরু করে দেয় এবং এই মঞ্চকে জেলায় জেলায় সম্প্রসারণের কাজ শুরু করে। এই প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়ে রাজ্য সভাপতি বলেন,‘দল ব্যক্তি নয় সংগঠন নির্ভর।’ উনি বলেন,মঞ্চের সদস্যরা বিজেপির সক্রিয় সদস্য নয়। এরপর সোশ্যাল মিডিয়ায় সতীশ পুনিয়ার সমর্থকরাও মঞ্চ তৈরি করে বিরোধ শুরু করেন বলে জানা গিয়েছে। যদিও এই দাবিকে বিজেপি রাজ্য সভাপতি খারিজ করে দেন।
উল্লেখ্য গত এক দশক ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসুন্ধরার বিরোধ বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন