পুবের কলম প্রতিবেদকঃ হায়দরাবাদ শহর গঙ্গা-যমুনা তাহজিবের জন্য খ্যাত। এক হায়দরাবাদি ফের তা প্রমাণ করলেন। এক অমুসলিম কিশোরীর কণ্ঠে নাত পরিবেশনের মাধ্যমে দেখা মিলল ‘বিবিধের মাঝে মিলন মহান’-এর। ১৪ বছর বয়সি হায়দরাবাদি কিশোরী হৃদয় জিতে নিল লক্ষ মানুষের। বৃহস্পতিবার শহরের একটি অনুষ্ঠানে সে মহাকবি ইকবালের জনপ্রিয় প্রার্থনা সংগীত ‘লাব পে আতি’ পরিবেশন করে। মেয়েটির নাম রাজশ্রী ধোত্রে। এই সংগীতটি আমার চিরদিনের প্রিয়। বেশ কয়েক বছর থেকেই এটি অনুশীলন করছি,জানিয়েছে সে।
রাজশ্রী সংবাদমাধ্যমকে আরও বলে, এই গানের কথাগুলো আমার হৃদয়ে শান্তি দেয়। এটা শেখা আমার জন্য কষ্টকর ছিল না। কারণ, আমার আমার বাবা-মা উভয়ই ধর্মনিরপেক্ষ ভাবধারায় বিশ্বাসী। তারাই আমাকে উৎসাহিত করেছে। রাজশ্রীর বাবা ভেঙ্কটেশ ধোত্রে একজন ব্যবসায়ী ও মা শিক্ষিকা। নাত পরিবেশনের সময় তারা সেখানে উপস্থিত ছিলেন। নবম শ্রেণির ছাত্রী রাজশ্রী যে অনুষ্ঠানে এটি পরিবেশন করেছে, তার আয়োজক ছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অনুষ্ঠানটির নাম ‘মেহফিলইনাত’। মোঘলপুরার আজম ফাংশন হলে উপস্থিত এক দর্শক জানান, কোনও সুন্দর বিষয় শেখার জন্য সেই ধর্মের মানুষ না হলেও চলে। এটা মনের ব্যাপার। এই মেয়েটি প্রকৃত গণতান্ত্রিক ভারতের সংজ্ঞা দেখিয়ে দিয়েছে। অনুষ্ঠানে রাজশ্রীকে শাল ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন