বিশেষ প্রতিবেদন:মানুষের মতোই ভাবতে পারে একটি গাছ। শুনে অবাক হতে হলেও এমনই একটি গাছ রয়েছে ইতালিতে। এই গাছটির নাম থিঙ্কিং ট্রি। এখন প্রশ্ন হল গাছের চিন্তা করার শক্তি নিয়ে। সবাই বলবেন, গাছ কীভাবে চিন্তাশক্তি পেল? আসলে বিষয়টি একটু অন্যরকম। এই গাছটি মানুষের মতো ভাবনা-চিন্তায় অক্ষম। তবে গাছটির আকার এমনই যা দেখে মনে হবে, সে গভীর চিন্তায় মগ্ন রয়েছে। দক্ষিণ ইতালির পাগলিয়াতে এই গাছটি রয়েছে। পর্যকদের কাছে যা আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। অনেকেই শুধুমাত্র গাছটিকেই দেখতে আসেন। স্থানীয়দের দাবি, গাছটির বয়স ২ হাজার বছরেরও বেশি। আদতে সেটি বহু প্রাচীন একটি জলপাই গাছ। বহু বছর ধরেই দেশ-বিদেশের পর্যটকরা এই গাছটিকে দেখতে আসেন এবং ছবি তোলেন। তারপর সকলেই ভাবেন, সত্যিই কি এই গাছ ভাবতে বসেছে? দূর থেকে দেখলে অবশ্য ধোকা খাবেন যে কেউ। মনে হবে যেন, একটি দৈত্য বসে বসে কি যেন ভাবছে। গাছটির ডালপালা-পাতা এমনভাবে বিস্তার ঘটিয়েছে যা দেখলে মনে মনে অদ্ভুত বিস্ময় জাগে বটে।
একটি মন্তব্য পোস্ট করুন