পুবের কলম ওয়েব ডেস্কঃএবার স্বার্থের সংঘাতে জড়িয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম। এর আগে তিনি একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। এখন সেই কোম্পানি ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট স্পনসর এবং মার্চেন্ডাইজ। গ্যালাক্টাস ফানওয়্যার টেকনোলজি প্রাইভেট লিমিটেড নামক সংস্থা কোহলিকে প্রায় সাড়ে ৩৩ লক্ষ টাকার কম্পালসরি কনভার্টিবল ডিবেঞ্চার (সিসিডি) দেওয়া হয়েছিল। এই গ্যালাক্টাসই অনলাইন গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের (এমপিএল) মালিক। নভেম্বরে তাদের আনুষ্ঠানিকভাবে দলের কিট স্পনসর হিসেবে ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।২০২০ সালের জানুয়ারিতে সংস্থাটি কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছিল। তার আগেও বহুবার এই প্ল্যাটফর্মকে পৃষ্ঠপোষকতা করেছেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। এ ছাড়া কর্নার স্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট নামে একটি ফার্ম কোহলি ছাড়াও রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ , কে এল রাহুল-সহ একাধিক ক্রিকেটার নানান স্তরে দায়িত্বে আছে।
একটি মন্তব্য পোস্ট করুন