পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজনীতি থেকে সরে এসেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। চাপ নিতে পারছিলেন না। তার মধ্যে আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ায় বড় কোনও ঝুঁকি নিতে চাননি লক্ষ্মী। ভোটেও দাঁড়াচ্ছেন না তিনি। ফের ক্রিকেটে ফিরতে চেয়েই রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত তাঁর। সিএবির ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হতে পারেন লক্ষ্মী। ময়দানে খবর এমনটাই। পাশাপাশি ২০২১ আইপিএলের কমেন্ট্রি প্যানেলেও দেখা যেতে পারে লক্ষ্মীরতন শুক্লাকে। নিজের অ্যাকাডেমির কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি বাংলার ক্রিকেটের স্বার্থে এগিয়ে আসার জন্য অঙ্গীকার করেছেন লক্ষ্মীরতন শুক্লা। তবে তাঁর আইপিএলের কমেন্ট্রি করার বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় যে তাঁকে দেখা যেতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।
একটি মন্তব্য পোস্ট করুন