পুবের কলম প্রতিবেদকঃ প্রথম শ্রেণির ক্রিকেট থেকে টেস্ট, সেখান থেকে ওয়ান ডে এবং সেখান থেকে টি-২০। বিশ্ব ক্রিকেট দেখেছে তার আমূল পরিবর্তনকে। ১৮৭৭ সালে ইংল্যান্ডের একটি ক্রিকেট টিম অস্ট্রেলিয়ায় গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলতে। অস্ট্রেলিয়ান একাদশের বিরুদ্ধে ইংল্যান্ডের সেই ম্যাচটাই প্রথম সরকারি টেস্ট ম্যাচ হিসেবে গন্য হয়েছিল। সেই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা বাউন্ডারি মারলেও টেস্ট ক্রিকেটে ছক্কা অনেক পরে দেখা গিয়েছে। ২১ বছর পরে অর্থাৎ ১৮৯৮ সালের ১৪ জানুয়ারি ক্রিকেটের আঙিনায় প্রথম ছক্কা মেরেছিলেন কোনও এক বাটসম্যান। অ্যাডিলেড ওভালে বিশ্ব ক্রিকেটের প্রথম ছক্কাটি সেদিন মারেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান জো ডারলিং। যদিও সেই সময় সরাসরি বাউন্ডারির ওপারে পড়লে তাকে ছক্কা না বলে পাঁচ রান হিসেবে গন্য করা হত। পরে অবশ্য এটিকে ছয় হিসেবে গন্য করা শুরু হয়। উল্লেখ্য ডারলিংয়ের তখন বয়স ২৮ বছর। শুধু ওই একটিই ছক্কা নয়, নিজের লম্বা ইনিংসে তিনি আরও তিনটি ছক্কা মেরেছিলেন সেই ইনিংসে। পরবর্তীকালে জো ডারলিং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনও নির্বাচিত হয়েছিলেন। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে মোট তিনটি সেঞ্চুরিও রয়েছে তাঁর।
একটি মন্তব্য পোস্ট করুন