পুবের কলম ওয়েব ডেস্কঃএই মুহূর্তে করোনা পরিস্থিতি উদ্বেগজনক টোকিওতে। যার ফলে সেখানে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। এর মাঝেও জুলাইয়ে অলিম্পিক গেমস হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, ফেব্রুয়ারির পরের দিক থেকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে জাপান সরকার আশাবাদী। এই আবহে আসন্ন গ্রীষ্মে টোকিয়ো অলিম্পিক আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। শুধু অলিম্পিকসই নয়, প্যারা অলিম্পিকও আয়োজন করতে তিনি সংকল্পবদ্ধ বলে ঘোষণা করেছেন। গত বছর করোনা অতিমারির কারণে পিছিয়ে গিয়েছিল অলিম্পিক। তা হওয়ার কথা ২৩ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত। আর প্যারা অলিম্পিক হওয়ার কথা ২৪ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, জরুরি অবস্থা শুক্রবার থেকে শুরু হয়ে জারি থাকবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে মানুষকে ঘরে থাকার আবেদন করা হয়েছে। মনে করা হচ্ছে, এর ফলে অলিম্পিক আয়োজনের চাপ বাড়বে জাপানের।
একটি মন্তব্য পোস্ট করুন