পুবের কলম ওয়েব ডেস্কঃসোশ্যাল ডিস্টেন্সিং জরুরি। মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজারও দরকার। প্রয়োজন পড়লে রয়েছে পিপিই কিট। এগুলোর কোনওটাই ভয় থেকে নয়, করোনাকালে এই নিয়ম পালন অত্যাবশ্যক। তবে ইন্দোনেশিয়ার এক ব্যবসায়ী যা করলেন তা শুনলে তাজ্জব বনে যেতে হয়। করোনা থেকে বাঁচতে তিনি আস্ত একটি প্লেন একাই ভাড়া করে ফেলেন। নাম তার রিচার্ড মুলিজাদি। পেজ থ্রির পার্টিতে হামেশাই দেখা মেলে তাঁর। তবে করোনার ভয়ে এখনও গৃহবন্দি অবস্থায় তিনি। এর মধ্যে বালি যাওয়ার প্রয়োজন পড়লে, আতঙ্কিত রিচার্ড একটি গোটা প্লেন ভাড়া করে নেন। অবশ্য তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। রিচার্ড একটি ছবি প্রকাশ করেছেন সোশ্যাল সাইটে। দেখা যাচ্ছে, ফাঁকা প্লেনে বসে তিনি। ছবির ক্যাপশনে লেখা, ‘যতগুলো সম্ভব সিট বুক করেছি। প্রাইভেট জেটের থেকে সস্তাই হল। এটাই কৌশল,বন্ধুরা।’
একটি মন্তব্য পোস্ট করুন