ওয়াশিংটন, ১০ জানুয়ারিঃ যেভাবেই হোক জয় এনে দিতে হবে ট্রাম্পকে। ক্যাপিটল হিলে লাঠি-সোঁটা-বন্দুক নিয়ে রওনা দিলেন হাজারো রিপাবলিকান সমর্থক। মুহূর্তে সেই স্থানে পৌঁছলেন সংবাদকর্মীরা। ঠিক তখন কি করছিলেন ট্রাম্প? কোথায় কি অবস্থায় ছিলেন? সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে সোফায় বসে পা দোলাতে দোলাতে ক্যাপিটল হিলের হামলাটি উপভোগ করছেন ট্রাম্প। পার্লামেন্ট ভবনে তাণ্ডব যত তীব্র হচ্ছে ততই আপ্লুত হতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। ৫৪ সেকেন্ডের সেই ভিডিয়োটি নাকি তুলেছেন ট্রাম্পের পুত্র। দেখা যাচ্ছে, ঘরে দুটি টিভি চলছে। ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছে। একসময় ট্রাম্প এবং ইভাঙ্কাকে গম্ভীর হতে দেখা যায়, আর ঠিক তখন ট্রাম্প জুনিয়র, তার বান্ধবী কিম্বারলে এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোকে হাসতে দেখা যায়। ক্যাপিটল হিলে হামলার বীভৎসতা দেখে একসময় তারা নাচতেও শুরু করেন। বিভিন্ন সাইটে অবশ্য এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে অনেকেই বলছেন, এতে অবিশ্বাস্য কিছু নেই।
একটি মন্তব্য পোস্ট করুন