পুবের কলম ওয়েব ডেস্কঃকরোনা ভ্যাকসিন নিয়ে বড়সড় পদক্ষেপ গ্রহণের ঘোষণা কেন্দ্রের।অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সাফ জানালো কেন্দ্র চলতি জানুয়ারীতেই দেশজুড়ে টিকাকরণ শুরু। ১৬ তারিখে শুরু হতে চলা করোনা টিকাকরণে প্রথমে
স্বাস্থ্য এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তিন কোটি মানুষকে প্রথমেই করোনার টিকা দেওয়া হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এরপরই ৫০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁরা পাবেন ভ্যাকসিন। একইসঙ্গে ৫০ বছরের কম বয়সি, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাও টিকাকরণের তালিকার উপরের দিকেই থাকছেন। ৫০ বছরের ঊর্ধ্বে এবং ৫০-এর নিচে কো-মর্বিডিটি রয়েছে, এমন প্রায় ২৭ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হল আজ।
একটি মন্তব্য পোস্ট করুন