পুবের কলম ওয়েব ডেস্কঃ শনিবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জিম করার সময়ই শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন তিনি। পড়ে যান বর্তমান বিসিসিআই সভাপতি। পরিবারের সদস্যরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে বিশ্ব ক্রিকেট মহল।
বিরাট কোহলি তাঁর টুইটে জানিয়েছেন, ‘ তোমার দ্রুত আরোগ্য কামনা করিিছ। সৌরভ গঙ্গোপাধ্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’
অস্ট্রেলিয়ায় বর্তমান ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে তাঁর টু্ইটে লিখেছেন,‘দাদা! তোমার দ্রুত আরোগ্য কামনা করছি. প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’
সৌরভের সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রাক্তন বোলিং সুপারস্টার ওয়াকার ইউনিস লিখেছেন,‘তুমি খুব শক্তিশালী ব্যক্তিত্ব,দাদা! প্রার্থনা করি দ্রুত সুস্থ হয়ে ওঠ।’
বীরেন্দ্র সেহওয়াগ তাঁর টু্ইট বার্তায় লিখেছেন, ‘দাদা! তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে।’
একটি মন্তব্য পোস্ট করুন