ওয়াশিংটন, ১৪ জানুয়ারিঃনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ২০ জানুয়ারি। আর তার আগে গোটা রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। কারণ, গোয়েন্দা সংস্থার সতর্কতা জারি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শপথ অনুষ্ঠানের দিন বা তার এক দিন আগেই সশস্ত্র বিক্ষোভ হতে পারে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না পেন্টাগন। ইতিমধ্যেই রাজধানীতে ২০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার সতর্কতার পর মার্কিন সেনা সচিব রায়ান ম্যাককার্থি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন। তবে ক্যাপিটল ভবন বা মার্কিন সংসদের সুরক্ষায় কতজন নিরাপত্তারক্ষী থাকবেন সে বিষয়টি জানা যায়নি। প্রথা অনুযায়ী, ক্যাপিটল ভবনের মাঠে শপথ নেবেন জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে এ নিয়ে বিন্দুমাত্রও ভাবিত নন বাইডেন। তিনি সাংবাদিকদের বলেন,‘অনুষ্ঠান খোলা মাঠে হলেও নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত নই’। বর্তমানে ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি রয়েছে,যা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
একটি মন্তব্য পোস্ট করুন