পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের সমস্ত হাইমাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রী যারা এ বছরে হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার্থী দেবে তাদের ফর্ম ফিলআপ করে আগামী ৩১ জানয়ারির মধ্যে জমা দিতে হবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন। তিনি জানান,এ বছর হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা শুরু হবে ১ জুন। করোনা ভাইরাসের কারণে পিছিয়েছে পরীক্ষা। সেই কারণে অনেক মাদ্রাসায় এখন ফর্ম ফিলআপ হয়নি। তিনি বলেন, যে সমস্ত মাদ্রাসা ইতিমধ্যে ফর্ম ফিলআপ করেছে তাদের নতুন করে করতে হবে না। তবে যে সমস্ত মাদ্রাসায় এখনও বাকি রয়েছে তাদের ৩১ জানুয়ারির মধ্যেই ফর্ম ফিলআপ করে পর্ষদে জমা করতে হবে। যদি এই সময়ের মধ্যে ফর্ম ফিলআপ না করে, তাহলে ফাইনাল পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন