পুবের কলম প্রতিবেদকঃ এসসি ইস্টবেঙ্গল খুব একটা ভালো অবস্থায় নেই। ওড়িশার বিরুদ্ধে জয় পেলেও এখনও অনেকটা নীচে রয়েছে লালহলুদ ব্রিগেড। সবচেয়ে বেশি সমস্যা, দল গোল খাচ্ছে প্রচুর। গোলরক্ষক দেবজিৎ মজুমদার বেশ কিছু ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করেছেন। কিন্তু তার ওপর থেকে ধীরে ধীরে আস্থা হারাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। অভিজ্ঞ কোনও গোলকিপারকে চাইছে দল। তারা এজন্য সুব্রত পালকে ভেবেছেন। কিন্তু সুব্রত যেহেতু এখন হায়দরাবাদে রয়েছেন তাই তাঁকে এমনি তো নেওয়া যাবে না। লোনে নিতে হবে। এসসি ইস্টবেঙ্গল টিম কর্তৃপক্ষ এখন হায়দরাবাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে। লোনে সুব্রত পালকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল।
একটি মন্তব্য পোস্ট করুন